<link rel="stylesheet" href="//fonts.googleapis.com/css?family=Open+Sans%3A400%2C300">কৃষিবিদ ও কবি নূরুল হুদা আল মামুন কে "মিরপুর কৃষিবিদ ওয়েলফেয়ার সোসাইটি" কর্তৃক সম্মাননা প্রদান

এই পাতাটি প্রিন্ট করুন এই পাতাটি প্রিন্ট করুন

কৃষিবিদ ও কবি নূরুল হুদা আল মামুন কে “মিরপুর কৃষিবিদ ওয়েলফেয়ার সোসাইটি” কর্তৃক সম্মাননা প্রদান

মিরপুর কৃষিবিদ সম্মাননা

কৃষিসংবাদ ডেস্কঃ আজ ১০ জুন ২০১৬ তারিখ ঢাকাস্থ ‘মিরপুর কৃষিবিদ ওয়েলফেয়ার সোসাইটি’র পক্ষ ইফতার ও সম্মাননা অনুষ্ঠান শেওড়াপাড়াস্থ ‘ডিএসএস কনভেনশন সেন্টারে’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট কৃষিবিদ ও কবি নূরুল হুদা আল মামুন কে ‘সাহিত্য ও কবিতায়’ অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করা হয়।
কবির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও সোসাইটির সম্মানিত সভাপতি কৃষিবিদ ইব্রাহিম খলিল এবং সোসাইটির সাধারন সম্পাদক বিশিষ্ট কৃষিবিজ্ঞানী কৃষিবিদ ড. আলী আফজাল। এসময় উপস্থিত ছিলেন তারকা কৃষিবিদ,স্বাধীনতা পদক প্রাপ্ত ড. মোহাম্মদ হোসেন মন্ডল, ডিএইর সাবেক মহাপরিচালক কৃষিবিদ এম.এনামুল হক, সাবেক মহাপরিচালক কৃষিবিদ তারিক হাসান,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড. আর আই সরকার।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭-২০১৮. কৃষিসংবাদ.কম
(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত)