আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ইবিএইউবি- এর মাননীয় উপাচার্য

ইবিএইউবি- এর উপাচার্য

ইবিএইউবি- এর উপাচার্য

কৃষি সংবাদ ডেস্কঃ

ইবিএইউবি- এর উপাচার্য ঃ আজ ২৬/০৬/২০২০ তারিখে বাংলাদেশ সময় সকাল ১১.০০ মিনিটে ইন্দোনেশিয়ার প্যাট পেটুলাই বিশ্ববিদ্যালয় বেনজকুলু ও মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটি কলেজ এর যৌথ উদ্যোগে “The Role of Research and Community Services in the New Era” শীর্ষক এক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে অন্যতম বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)- এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।

আন্তর্জাতিক ওয়েবিনার এর ভার্চুয়াল এই অনুষ্ঠানে আরো অংশগ্রহন করবেন প্রফেসর ড. আইআর. অ্যালনোপ্রি, এমএস. রেক্টর, প্যাট পেটুলাই বিশ্ববিদ্যালয়, ইন্দোনেশিয়া; ড. সন্দীপ পোদ্দার, সিনিয়র গবেষণা পরিচালক এবং নির্বাহী সম্পাদক (প্রকাশনা), লিংকন বিশ্ববিদ্যালয় কলেজ, মালয়েশিয়া; প্রফেসর ড. আইআর. আই গেদে রাই মায়া তেমাজা, এমপি. গবেষণা এবং সম্প্রদায় পরিষেবা প্রধান, উদয়ন বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট, বালি; গুসরোয়ানি আনোয়ার, পিএইচডি ভাইস রেক্টর (দ্বিতীয়), প্যাট পেটুলাই বিশ্ববিদ্যালয়, ইন্দোনেশিয়া; এবং অধ্যাপক অকি কর্ণ রাদজাসা, পিএইচডি. পরিচালক, গবেষণা এবং সম্প্রদায় পরিষেবা, গবেষণা মন্ত্রণালয় এবং প্রযুক্তি, ইন্দোনেশিয়া।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *