কৃষিসংবাদ

কৃষিবিদ কবি

কৃষিবিদ কবি

নূ রু ল হু দা আ ল মা মু ন

 

কবি যেমন স্বপ্ন আঁকে

নিরাশার দেয়ালে,

খুঁজে ফেরে আলোক রেখা

অমানিশা কালে।

 

আমি তেমন স্বপ্ন সাজাই

থাকে অতি গোপন,

আমজনতার বুকে করি

আশার চারা রোপণ।

 

মাটির জরায়ুতে করি

সভ্যতার বীজ বপন,

ইট পাথরের পাঁজর বেয়ে

হবে তা উৎক্ষেপন।

 

সবুজ চারা লকলকিয়ে

উঠছে বেড়ে বেড়ে,

রঙিন দিনের বার্তা দিচ্ছে

মাথা নেড়ে নেড়ে।

 

মাটির বুকে অহর্নিশি

কবিতা করি চাষ,

লাঙল দিয়ে তুলে আনি

সভ্যতা বারো মাস।

 

মাটির কবি বলে আমায়

কৃষিবিদ ও বটে,

স্বপ্ন গড়ে বাঁচতে চাহি

তোমাদের এই তটে।
Exit mobile version