কৃষিসংবাদ

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে সাফল্য পেয়েছে বাংলাদেশ

 জীববিজ্ঞান অলিম্পিয়াডে সাফল্য

 

শেকৃবি প্রতিবেদকঃ

জীববিজ্ঞান অলিম্পিয়াডে সাফল্য

গত ২৩-৩০ জুলাই (২৯ জুলাই সমাপ্ত ঘোষণা করা হয়) অনুষ্ঠিত হয়ে গেল আন্তজার্তিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের ২৮তম আসর। রয়্যাল সোসাইটি অব বায়োলজির আয়োজনে ইংল্যান্ডের ওয়ারউক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এবারের আসরে দ্বিতীয় বারের মত অংশগ্রহণ করে বাংলাদেশ দল। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির আয়োজনে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে আয়োজন শেষে চূড়ান্ত বায়োলজি ক্যাম্পের মাধ্যমে চূড়ান্তভাবে টিম প্রেরণ করে। পূর্বের সাফল্যর ধারাবাহিকতা বজায় রেখে এবারও বাংলাদেশ দল দুটো মেধা পুরষ্কারে ভূষিত হয়েছে। চরম প্রতিকূলতার মধ্যে দিয়ে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি কাজ করে যাচ্ছে। এই অল্পসময়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ দলের এমন সাফল্য প্রশংসার দাবিদার।

 

এবারে বাংলাদেশ টিমের জন্য সাফল্য বয়ে আনেন দুই সদস্য অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মাইশা মুনাওয়ারা প্রমি এবং ম্যানগ্রোভ স্কুলের কৃতি শিক্ষার্থী নাজমুস সাদাত। এবারের মূল টিমের সাথে জুরি হিসেবে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সভাপতি প্রফেসর ড. শহীদূর রশীদ ভূঁইয়া এবং সহ-সভাপতি প্রফেসর ড. রাখহরি সরকার। উল্লেখ্য ২০১২ সাল থেকে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি বাংলাদেশে জীববিজ্ঞান প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোন আর্থিক পৃষ্ঠপোষকতা ছাড়াই একঝাঁক তরুণ বিজ্ঞান প্রেমীদের আগ্রহ ও পরিশ্রমের ফসল বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ধারাবাহিক আয়োজন। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের লক্ষ্য একটি জীববিজ্ঞান প্রেমী প্রজন্ম তৈরি করা যারা বিজ্ঞান গবেষণায় দেশে বিদেশে সুনাম অর্জন করবে। এই স্বপ্ন বাস্তবায়নে সমাজের সকাল শ্রেণীর মানুষকে পাশে চায় বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি।

Exit mobile version