কৃষিসংবাদ

শেরপুরের নকলায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি ফেজ-২ প্রজেক্টের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) :

শেরপুরের নকলায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি ফেজ-২ প্রজেক্টের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ভার্মি কম্পোস্ট উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পাঠাকাটা ইউনিয়নের পাঁচকাহুনিয়া ব্লকের স্থানীয় কৃষক আব্দুল মান্নান দুলালের বাড়ির আঙ্গীনায় অনুষ্ঠিত ওই মাঠ দিবসে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত। এতে প্রধান অতিথি শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন; বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, পাঁচকাহুনিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রিয়েল খান প্রমুখ বক্তব্য রাখেন।

ওই মাঠ দিবসে বক্তারা ভার্মি কম্পোস্ট উৎপাদন কৌশলের উপর বিস্তারিত আলোচনা করাসহ কৃষকদের বর্তমানের কৃষি সমস্যা বিষয়ক আলোচনা পূর্বক পরামর্শ সেবা দেওয়ার হয়। এসময় দুই শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version