কৃষিসংবাদ

নকলায় নতুন কৃষি কর্মকর্তাকে বরণের মধ্যদিয়ে বিদায়ী কৃষি কর্মকর্তাকে সংবর্ধনা

কৃষি কর্মকর্তাকে সংবর্ধনা

মো. মোশারফ হোসেন, শেরপুর প্রতিনিধি:

কৃষি কর্মকর্তাকে সংবর্ধনা ঃশেরপুর জেলার নকলা উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কৃষিবিদ পরেশ চন্দ্র দাসকে ফুল দিয়ে বরণের মধ্যদিয়ে, বদলী জনিত বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীরকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৬ অক্টোবর মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ওই বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠিত হয়।
এসময় শেরপুর খামার বাড়ীর উপপরিচালক (ডিডি) কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন, বিএডিসি হিমাগার এর উপপরিচালক (টিসি) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও কৃষিবিদ শেখ ফজলুল হক মণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা মো. তানজিল আহমেদ চৌধুরী, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউট ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী কমিটির সহ-সভাপতি উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমানসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীরকে ঝিনাইগাতী উপজেলায় বদলি করে, তার স্থলে পরেশ চন্দ্র দাসকে নকলা উপজেলা নতুন কৃষি কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথা যথাযথ কর্তৃপক্ষ।
শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর নকলায় ৩ বছর ৪মাস ১২ দিন কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। খুবদ্রুত সময়ের মধ্যে নতুন কর্মস্থল শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যোগদান করবেন বলে তিনি জানিয়েছেন।
তিনি ৪ জুন ২০১৫ তারিখে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করে দক্ষতার সহিত দায়িত্ব পালন ও অন্যান্য কৃষি কর্মকর্তা এবং কৃষকদের সমন্বয়ে টিম ওয়ার্কের মাধ্যমে নকলার কৃষি উন্নয়নে আমূল পরিবর্তন এনেছেন।
সদ্য পদায়নপ্রাপ্ত কৃষিবিদ পরেশ চন্দ্র দাস নকলা উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার আগে সিলেট অঞ্চলের সিলেট সদর জেলার বিয়ানী বাজার উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
Exit mobile version