কৃষিসংবাদ

নকলায় নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস

নিরাপদ ফসল উৎপাদন

নিরাপদ ফসল উৎপাদন

মো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় ২০১৯-২০ অর্থ বছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস’র সভাপতিত্বে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর খামার বাড়ীর উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ আলহাজ্ব মো. আশরাফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে ফসল উৎপাদন প্রকল্প খামারবাড়ী, ঢাকা’র আইপিএম স্পেশালিস্ট ড. মো. শরিফুল ইসলামসহ উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, চিথলিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) আলহাজ্ব মো. ফারুক আহমেদ প্রমুখ। এসময় স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Exit mobile version