কৃষিসংবাদ

পরিদর্শনে ব্যস্ত সময় কাটালেন ডিএই’র অতিরিক্ত পরিচালক

মোঃ মোশারফ হোসেন,বিশেষ প্রতিনিধি:

ডিএই’র অতিরিক্ত পরিচালক

৫ এপ্রিল বৃহস্পতিবার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চলমান বিভিন্ন কৃষি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এসে কৃষকদের কৃষিমাঠে ব্যস্ত সময় কাটালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চল এর অতিরিক্ত পরিচালক (উপকরন) সরজমিন উইং কাজী মোঃ সাইফুল ইসলাম। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সারোয়ার জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছৈয়দজ্জামানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন।

পরিদর্শনের অংশ হিসেবে নেরিকা ধানের প্রদর্শনী প্লট, মেইজ ইল্ড গ্যাপ প্রদর্শনী প্লট, খামারজাত সার ও কুইক কম্পোষ্ট প্রদর্শনী, চাষী পর্যায়ে উন্নতমানের বোরো বীজ উৎপাদনের (ব্রিধান-৬৪ সহ বিভিন্ন ধানের) ক্ষেত পরিদর্শন ও কৃষি পরামর্শ সেবা কেন্দ্র পরিদর্শন শেষে ওই দিন বিকালে উপজেলার বারপাড়া ব্লকে কৃষকের বিভিন্ন খামার ও প্রদর্শনী পরিদর্শন করেন। পরে ওই উপজেলায় কর্মরত সর্বস্তরের কৃষি কর্মকর্তা ও কৃষকদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভায় দাউদকান্দি উপজেলার কৃষি উন্নয়নে কৃষি কর্মকর্তাদের নিরলস কাজের প্রতি সন্তুষ প্রকাশ করে তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Exit mobile version