কৃষিসংবাদ

শেরপুরে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ

মোঃ মোশারফ হোসেন, শেরপুর : বিনামূল্যে সার বীজ বিতরণ

শেরপুরের নকলায় ১৮ এপ্রিল মঙ্গল বার বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। উপজেলাতে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪৬০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ, সার ও পরিচর্যার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

ইউএনও রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি শেরপুর খামার বাড়ীর উপ-পরিচালক আশরাফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী উপস্থিত ছিলেন। তাছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আজাদ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version