কৃষিসংবাদ

কৃষিবিদ নূরুল হুদা আল মামুনের দ্বিতীয় কবিতার বইঃ ভোরের পাখি

মামুন ছবি

কৃষি সংবাদ ডেস্কঃ 

কবিতার বই ভোরের পাখি

নতুন আরও একটি বই নিয়ে মহান একুশে বইমেলায় নিজের অবস্থান জানান দিলেন কৃষিবিদ, গবেষক, কবি ও ছড়াকার কৃষিবিদ নূরুল হুদা আল মামুন । ২০১৬ সালের বইমেলায় আসা এটি তার দ্বিতীয় ছড়াগ্রন্থ। গ্রন্থের নাম ভোরের পাখি। বইটি প্রকাশ করেছে শিশুবেলা প্রকাশনী।
এর আগে ২০১৫ সালের বইমেলায় এসেছিল তার ‘সুখপাখি’( প্রান্ত প্রকাশন), ২০১৪ সালের বইমেলায় এসেছিল তার ‘ভেষজ উদ্ভিদের চাষ’ (প্রান্ত প্রকাশন), ও ২০১৩ সালের বইমেলায় এসেছিল তার ‘বাংলাদেশের সম্ভাবনাময় কৃষি’( প্রান্ত প্রকাশন) ।

‘ভোরের পাখি’ গ্রন্থটিতে মোট ২০টি ছড়া রয়েছে। প্রতিটি ছড়ার সাথে রয়েছে চমৎকার সব অলংকরণ। বইটির প্রচ্ছদ করেছেন রুদ্র নীল ও অলংকরণ করেছেন মাহামুদুল হাসান মামুন। বোর্ড বাই-িং করা চমৎকার এ গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ১৩৫/- টাকা। বইটি মেলায় শিশুবেলার ৬১৯ নং স্টলে পাওয়া যাচ্ছে।
==০==

গ্রন্থ পরিচিতিমূলক তথ্য:

গ্রন্থ : ভোরের পাখি
লেখক : কৃষিবিদ নূরুল হুদা আল মামুন
প্রকাশনা প্রতিষ্ঠান : শিশুবেলা
বইয়ের ধরণ : ছড়াগ্রন্থ
গ্রন্থে অন্তর্ভূক্ত ছড়া : ২০টি
প্রচ্ছদ ও অলংকরণ : রুদ্র নীল
অলংকরণ : মাহামুদুল হাসান মামুন
বাঁধাই : বোর্ড বাইন্ডিং
ফর্মা সংখ্যা : ৩ ফর্মা
মূল্য : ১৩৫/- টাকা মাত্র

প্রকাশনার ঠিকানা : শিশুবেলা
৩৮, পি.কে রায় রোড
বাংলাবাজার, ঢাকা-১১০০।

লেখকের প্রকাশিত গ্রন্থ :
১. বাংলাদেশের সম্ভাবনাময় কৃষি (প্রবন্ধ-২০১৩)
২. ভেষজ উদ্ভিদের চাষ ( প্রবন্ধ-২০১৪)
৩. সুখপাখি ( কবিতা -২০১৫)
৪. ভোরের পাখি (ছড়া-২০১৬)

মেলায় প্রাপ্তিস্থান: শিশুবেলা স্টল [স্টল নং-৬১৯]

মোবাইলঃ ০১৯৩৮-৮৪৯৩০২
==০==

Exit mobile version