মুজিববর্ষ উপলক্ষে বরিশালের বেতার চত্বরে ফলদ বৃক্ষরোপণ

মুজিববর্ষ উপলক্ষে

মুজিববর্ষ উপলক্ষে

নাহিদ বিন রফিক (বরিশাল):

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৬ আগস্ট বরিশালের বেতারচত্বরে ফলদ বৃক্ষরোপণ করা হয়। কৃষি তথ্য সার্ভস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মু. আনছার উদ্দিন।

এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত আঞ্চলিক প্রকৌশলী আবদুল্লাহ নূরুস সাকলায়েন, উপ-বার্তা নিয়ন্ত্রক মো. মহসীন মিয়া, সহকারি বার্তা নিয়ন্ত্রক নাজমুল করিম ফারুকী, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।    

এসময় প্রধান অতিথি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার স্মৃতিসরূপ রোপিত এ ফলগাছের চারাগুলো পরিচর্যার পাশাপাশি অবশ্যই রক্ষণাবেক্ষণের প্রয়োজন।আমরা থাকবো না, তবে গাছ বহু বছর বেঁচে থাকবে।এর ফল কেউ না কেউ গ্রহণ করবে। পাখিও খাবে।এর মাধ্যমে বঙ্গবন্ধুর আত্মায় শান্তি বর্ষিত হবে।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *