কৃষিসংবাদ

মুজিব শতবর্ষে বাগেরহাটে জেলা ব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচি শুরু

বৃক্ষ রোপন কর্মসূচি

বৃক্ষ রোপন কর্মসূচি


শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : ‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ প্রতিপাদ্য ধারণ করে সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে।মুজিবর্ষ উপলক্ষে বাগেরহাট জেলাব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা জজ আদালত চত্বরে বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবুল কালাম, বাগেরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে নানা ইতিবাচক উদ্যোগ নিয়েছিলাম। এর মধ্যে অনেককিছু আমরা বাস্তবায়ন করেছি।মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলার ৯ উপজেলায় এক লক্ষ ৮২ হাজার ৯‘শ ২৫টি বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছি।এর মধ্যে আমলকি, হরতকি, বহেরা, লেবু, ডালিম, তেতুল, আমড়া, জারুল, অর্জণসহ নানা প্রকার ফলোজ, বনোজ ও ঔষধী গাছ রয়েছে।৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব চারা রোপন শেষ হবে বলে জানান তিনি।

Exit mobile version