সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ভর্তি পরীক্ষার ফলাফল

ভর্তি পরীক্ষার ফলাফল

মো. আউয়াল মিয়া শেখ, বাকৃবি প্রতিনিধি
ভর্তি পরীক্ষার ফলাফল ঃ ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবারের মত দেশের ৭টি কৃষি ও কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমন্বিত কৃষি ভর্তি পরিক্ষার ফলাফলের সারমর্ম তুলে ধরেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন।

সমন্বিত ভর্তি পরীক্ষায় এবার ৩৫৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৪৬৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় মেধা তালিকায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৭৬.৭৫ এবং সর্বনি¤œ ৫০.২৫। অপেক্ষমান তালিকাভুক্ত সর্ব্নিম্ম নম্বর ৩৯.৭৫ পর্যন্ত রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইউজিসি সদস্য ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, কৃষি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন।

৩০ নভেম্বর (শনিবার) সকাল ১১ টার দিকে দেশের ৬টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এবার পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রায় ৬৫.২২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলো।

উল্লেখ্য, এবার ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৮৭২ জন আবেদনকারীর মধ্যে ৩৫ হাজার ৯৮২ জনকে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৬ টি কেন্দ্রে একযোগে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *