কৃষিসংবাদ

সিকৃবিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

৭ মার্চ উদযাপিত

৭ মার্চ উদযাপিত

কৃষি সংবাদ ডেস্কঃ
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। মুজিব শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। এসময় রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মিটু টৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা স্বতস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর প্রশাসন ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর, জাতীয় দিবস উদযাপন কমিটি, ডিন কাউন্সিল, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মচারী পরিষদ, হল প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।


এরপর সিকৃবি কেন্দ্রীয় মিলনায়তনে আওয়ামীপন্থি শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ আবদুল বাসেতের সঞ্চলনায় গণতান্ত্রিক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আতিকুজ্জামানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। এসময় আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, অফিসার পরিষদের সভাপতি মোঃ আনিছুর রহমান, ফিজিওলোজি বিভাগের সহকারী প্রফেসর ডাঃ সাইফল ইসলাম, কর্মচারী পরিষদের প্রতিনিধি মোঃ শামসুল ইসলাম প্রমুখ। বক্তারা ৭মার্চের ভাষণকে বাংলাদেশের স্বাধীনতার প্রাথমিক ডাক হিসেবে উল্লেখ করেন। জাতির পিতার এই বক্তব্যকে অন্ধকারচ্ছন্ন বাঙালির আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করা হয়। আলোচনাসভার মাঝখানে ৭ই মার্চের ভাষন নিয়ে ৩টি ডকুমেন্টরি প্রদর্শনী করা হয়।

Exit mobile version