কৃষিসংবাদ

বিএইএস এর উদ্যোগে কৃষি উন্নয়নে অবদানের জন্য ১১ ব্যাক্তিকে সংবর্ধনা প্রদান

 

 

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সোসাইটি (বিএইএস) বাংলাদেশে কৃষি উন্নয়নে অবদান রাখা এগারো জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধণা দিয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রাপ্ত এগার বিশিষ্ট ব্যক্তি হলেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুল হালিম, খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি ড. সু লাউত্জ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লাহ, বাকৃবি জার্মপ্লাজম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি গবেষণা পারিষদের কার্যনির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ জালাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ বিভাগের মহা-পরিচালক ড. গোলাম মারুফ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মহা-পরিচালক ড. আবুল কালাম আযাদ, এনএসএফ ইন্টারন্যাশনালের কনসালটেন্ট ড. ক্রেইং এ মেসনার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী।
বিএইএসের সভাপতি অধ্যাপক ড. মো. জুলফিকার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আবদুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান ও বিএইএসের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক। এসময় বিভিন্ন অনুষদের শিক্ষক ও মাস্টার্স শিক্ষাথীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের কাছে যেতে হবে, তাদের চাহিদা, সমস্যা জানতে হবে সে অনুযায়ী গবেষণা কার্যক্রম করতে হবে। মাঠ পর্যায়ে সম্প্রসারণই গবেষক ও গবেষণার মূল স্বার্থকতা। যারা নিরলসভাবে দেশের কৃষি উন্নয়নে মাঠ পযার্য়ে কাজ করে যাচ্ছে তাদের অবদান অনস্বীকার্য।

Exit mobile version