কৃষিসংবাদ

কেআইবি নির্বাচন ২০১৬: সালেহ সভাপতি, প্রিন্স মহাসচিব হিসেবে নির্বাচিত

কৃষিসংবাদ ডেস্কঃ কৃষিKIB-2016বিদদের জাতীয় সংগঠন কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) ২০১৭-১৮ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ও মহাসচিব পদে কৃষিবিদ মো.খায়রুল আলম (প্রিন্স) নির্বাচিত হয়েছেন। আজ বৃহষ্পতিবার ০৮/১২/১৬ তারিখ সন্ধ্যা ৭টায় কেআইবি কমপ্লেক্সে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ মো. নজরুল ইসলাম দুই বছরের জন্য ৩৫সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, সহ-সভাপতি চৈতন্য কুমার দাস, ডা. মো. মাহবুব আলম (ফারুক), ডা. বাসন্তী রাণী সাহা, যুগ্ম-মহাসচিব মুকসুদ আলম খান (মুকুট), প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন, মোছা. নাসিমা সুলতানা (পপি), সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান তরফদার, দফতর সম্পাদক এম. এম. মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস বেগম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. আব্দুল বারী, কোষাধ্যক্ষ এম আমিনুল ইসলাম।
এছাড়া সদস্য হিসেবে এ.কে.এম. সাইদুল হক চৌধুরী, সমীর চন্দ, প্রফেসর কামাল উদ্দিন আহমেদ, মো. মহসীন মিয়া, মোহাম্মদ আতাউর রহমান,ড. ভাগ্য রাণী বণিকসহ বিভিন্ন পদে মোট ৩৫জন নির্বাচিত হয়েছেন।
তবে এই নির্বাচনে বিএনপি সমর্থিত কৃষিবিদ পেশাজীবী সংগঠন অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এর কোন প্রার্থী অংশ নেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ এ এম এম সালেহ সাংবাদিকদের বলেন,‘অ্যাব এর সদস্যরা নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই এবারের নির্বাচনে অংশ নেয়নি। তবে বর্তমান কমিটি কৃষিবিদদের উন্নয়নে ও দেশের কৃষি ক্ষেত্রের সামগ্রিক উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করে যাবে।
Exit mobile version