কৃষিসংবাদ

খুলনার ফুলতলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রান্তিক কৃষকদের মাঝে

প্রান্তিক কৃষকদের মাঝে
সাব্বির ফকির, খুলনা থেকে:
প্রান্তিক কৃষকদের মাঝে : ফুলতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসুমে বোরো ধান, ভ‚ট্টা, সরিষা, সূর্যমুখী ও গ্রীষ্মকালীন চাষে সহায়তা প্রদানের লক্ষে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইনবে আমিন। এ সময় বিনামূল্যে বোরো চাষী ১৩০ জন, ভূট্টা চাষী ৩০জন, সরিষা ২০ জন, সূর্যমুখী ২০ জন, মুগ ১০ জনসহ মোট ২১০ জন কৃষককে চার ও বীজ বিনামূল্যে প্রদান করা হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার রনজিত কুমার, রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম রনি, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুমাইয়া খাতুন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রকাশ চন্দ্র মন্ডল, কৃষি সম্প্রসারণ উপ-সহকারী কৃষি কর্মকর্তা চামেলী মল্লিক, শিখা মল্লিক, মহাসিন আলী, এহসান উদ্দিন, কৃষক তরিকুল ইসলাম প্রমুখ।

Exit mobile version