কৃষিসংবাদ

গত ২০১৪-১৫ অর্থবছরে পৌনে ৩ লাখ টন খাদ্য বেশি উৎপন্ন’ হয়েছে– সংসদে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী

                                                                       

  কৃষি সংবাদ ডেস্কঃ

৩ লাখ টন খাদ্য বেশি উৎপন্ন ঃ
 চাল ও গম মিলিয়ে ২০১৪-১৫ অর্থবছরে দেশের চাহিদার তুলনায় বেশি খাদ্য উৎপাদিত হয়েছে। তবে চাহিদার তুলনায় গম উৎপন্ন হয়েছে কম। গত ২৪ জানুয়ারি ২০১৬ ( রবিবার) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
জাতীয় পার্টির (জাপা) সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী সংসদকে জানান, গত অর্থবছরে দেশে ২ লাখ ৭৮ হাজার ২০০ টন বেশি খাদ্যশস্য উৎপাদিত হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে দেশে খাদ্যশস্যের চাহিদা ছিল ৩ কোটি ৫৮ লাখ ২০ হাজার টন। এর মধ্যে চালের চাহিদা ছিল ৩ কোটি ১৭ টন ও গম ৪১ লাখ ২০ হাজার টন। এর বিপরীতে মোট উৎপাদন হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৫৮ হাজার টন। এরমধ্যে চাল উৎপাদিত হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার টন ও গম উৎপাদিত হয়েছে ১৩ লাখ ৪৮ হাজার টন। আওয়ামী লীগের নুরুন্নবী  চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী জানান, চলতি অর্থবছরে সার খাতে ভর্তুকি বাবদ ১ হাজার ৫২১ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকা দেয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও ডিজেল খাতে ভর্তুকির জন্য অর্থছাড়ের প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। খবরঃ বিটিবি

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

Exit mobile version