কৃষিসংবাদ

গোপালপুরে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ

শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
***এ কিউ রাসেল***
অর্থ, পুষ্টি, স্বাস্থ্য চান- দেশি ফল বেশি খান’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচী চলছে। এরই ধারাবাহিকতায় ৪ অক্টোবর মঙ্গলবার পৌরশহরের সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কচি-কাঁচা শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ফলদ গাছের চারা বিতরণ করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসসূমুর রহমানের সভাপতিত্বে গাছের চারা ও খেলার সামগ্রী বিতরণ এবং মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল লতিফ সিটি, ভাইস চেয়ারম্যান (মহিলা) মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর থানার ওসি আবদুল জলিল, প্রাথমিক শিক্ষা অফিসার আনজুমান আরা বিথী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুুজ্জামান তালুকদার, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মোমেন, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হাই, নগদাশিমলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জুরাত, হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেম, ঝাওয়াাইলের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সাত্তার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মীর মনিরুজ্জামান, সহ-সভাপতি আনোয়ারুল হক বুলবুল, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি গোপালপুর শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।
এসময় বিদ্যালয়ে ৫শত শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে একটি করে ফলদ বৃক্ষের চারা তুলে দেয়া হয়। পরে বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাশ পরিদর্শন ও মা সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম 

Exit mobile version