কৃষিসংবাদ

সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহারের উপর ঘাটাইলে মাঠ দিবস অনুষ্ঠিত

ঘাটাইলের কৃষি সংবাদ
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) থেকে :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় খরিপ-১/২০১৬ মৌসুমে মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য ধৈঞ্চা ও কুমড়া জাতীয় সবজির মাছি পোকা দমনে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি প্রনোদণা কর্মসূচীর আওতায় কৃষক মাঠ দিবস ১৮ মে বুধবার উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আথাইলশিমুল পশ্চিমপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।
উপকার ভোগি সবজি চাষি মো. রুকনুজ্জামান তালুকদারের সবজির জমিতে মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মতিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।
বক্তব্য রাখেন, আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবদুস সালাম সরকার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. বাবুর আলি তালুকদার, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি)’র ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এস এম নুরুল ইসলাম তালুকদার, উক্ত ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার মো. সোহেল রানা, উপ-সহকারি কৃষি অফিসার মো. তৌকির আহাম্মেদ, মো. আসাদুজ্জামান, মো. আবু কায়সার রাসেল, সবজি চাষি রুকনুজ্জামান তালুকদার, হুমায়ুন, মো. সিদ্দিক হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মিজানুর রহমান।
প্রসঙ্গত, সম্প্রতি বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় লোকেরপাড়া ইউনিয়নের ১৫জন কৃষককে বিনামূল্যে ৩৬০সেট সেক্স ফেরোমন ট্র্যাপ বিনামূল্যে প্রদান করা হয়।

Exit mobile version