কৃষিসংবাদ

ত্রিশালের মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক কারখানার যাত্রা শুরু

মিনিস্টার হাইটেক পার্ক
বাকৃবি প্রতিনিধিঃ

মিনিস্টার হাইটেক পার্ক : ‘আমার পণ্য আমার দেশ গড়ব বাংলাদেশ’ স্লোগান সামনে নিয়ে ত্রিশালের মিনিস্টার হাই টেক পার্ক ইলেকট্রনিক লিমিটেড নতুন কারখানার যাত্রা শুরু করা হয়। শনিবার দুপুর ১২ টার দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ওই কারখানার উদ্বোধন করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ সোলেয়মান হক জোয়াদ্দার সেলুন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জাহিদ হাসান রাসেল, ময়নসিংহ ১০ আসনের এম.পি ফাহমী গোলন্দাজ বাবেল,গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সারা দেশের মিনিস্টারের প্রায় সহ¯্রাধিক ডিলার, কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশের পণ্য দেশের মানুষ ব্যবহার করবে এটা আমাদের গর্বের বিষয়। পরিবেশবান্ধব পণ্যগুলো মানুষের জীবনকে আরও সহজ করে তুলবে। আমাদের পণ্য দেশের বাইরে রপ্তানী হচ্ছে। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা আনায়নের পাশাপাশি দেশের ভাবমূর্তি বাড়ছে। বর্হিবিশ্বে আমাদের সুনাম বেড়েছে। ভবিষ্যতে এটি দেশের অনেক বেকার যুবকের কর্মসংস্থান করবে আশা করছি।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, আমাদের দেশের পণ্য স্থানীয় বাজারে বেশ সাড়া ফেলেছে। অনেক বেকার যুবকের কর্মসংস্থানের পাশাপাশি দেশের সুনাম বাড়বে। বিশ্বমানের পণ্য উৎপাদনে তারা কাজ করবে। দেশের জি.ডি.পি. বাড়বে।

মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম.এ. রাজ্জাক খানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। তিনি বলেন, ক্রমবর্ধমান মানুষের ব্যয় কমাতে বিদ্যুৎ সাশ্রয়ী ও টেকসই পণ্য তৈরির অঙ্গীকার নিয়ে আমরা ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, টিভি, ফ্রিজ, ফ্যান, হিটার, রাইস কুকারসহ নানা ধরনের ইলেকট্রনিক পণ্য উৎপাদন করছি। প্রতিদিন আমাদের এখানে ১০ হাজার ফ্রিজ উৎপাদন করা হচ্ছে। এতে প্রায় ৫ হাজার মানুষ কাজ করছে।  উল্লেখ্য, কমদামে টেকসই পণ্য উৎপাদনের লক্ষ নিয়ে ২০১৩ সালে দেশীয় ইলেকট্রনিক ব্রান্ড মিনিস্টার প্রতিষ্ঠিত করা হয়।

*********

Exit mobile version