কৃষিসংবাদ

ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে শেকৃবির ‘৯০ মিনিট স্কুলিং’ কর্মসূচী

শেকৃবির ৯০ মিনিট স্কুলিং

শেকৃবি প্রতিনিধি:

শেকৃবির ৯০ মিনিট স্কুলিং
দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘৯০ মিনিট স্কুলিং’ কমসূচী। শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কৃষি বিষয়ক সমস্যা নিয়ে আসছেন এই কার্যক্রমে। প্রত্যেক শুক্রবার সকাল ১০ টা থেকে ১১টা ৩০ মিনিট মোট ৯০ মিনিট চলে এই কার্যক্রম। এই কার্যক্রমের মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের আয়োজন করা হয়েছে প্রশ্নোত্তর পর্ব। এছাড়া বাগানে গাছের কিভাবে পরিচর্যা ও ছাদ বাগানের যত্ন নেওয়া হয় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই কর্মসূচীতে।

শেকৃবি উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম জামাল উদ্দিনের উদ্যোগে চালু করা হয়েছে ‘৯০ মিনিট স্কুলিং’ কমসূচী নামক এই বিশেষ সেবা। এই বিষয়ে অধ্যাপক ড. এ এফ এম জামাল উদ্দিন জানান, ইন্টারনেটের মাধ্যমে আমরা ‘গ্রিন বাংলাদেশ’ নামে একটি ফেসবুক গ্রুপেও সেবা দেওয়ার চেষ্টা করে আসছি। তিনি আরোও জানান, ঢাকা ও ঢাকার বাহিরে থেকে আসা মানুষ কৃষি বিষয়ে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আসেন আমাদের এই ‘৯০ মিনিট স্কুলিং’ কর্মসূচীতে। আমরা কৃষি বিষয়ক এই সমস্যার সমাধান দিয়ে থাকি।

Exit mobile version