কৃষিসংবাদ

শেরপুরের নকলায় কৃষক প্রশিক্ষণ ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত

 

মোশারফ হোসেন, নকলা :

কৃষক প্রশিক্ষণ ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত

শেরপুরের নকলায় কৃষক প্রশিক্ষণ হয়েছে; তাছাড়া নমুনা শস্য কর্তন ও কৃষি মাঠ পরিদর্শন করেছেন উর্ধ্বতন কৃষি কর্মকর্তা। ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজী প্রোগ্রাম (এনএটিপি-২) এর আওতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলার বাস্তবায়নে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিষয়ে ২০ নভেম্বর সোমবার দিন ব্যাপী ওই কৃষক প্রশিক্ষণ চলে।

ওই কর্মশালার উদ্ভোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আসাদ উল্লাহ। এসময় শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ূন কবীর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতকিুর রহমান প্রমুখসহ বিভিন্ন এলাকা থেকে আগত ৩০ প্রশিক্ষণার্থী কৃষক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালা উদ্ভোধন শেষে কৃষি কর্মকর্তারা কুর্শাবাদাগৈড় এলাকার কৃষক লিয়াকত আলীর হরি ধান কাটার মাধ্যমে নমুনা শস্য কর্তন উদ্ভোধন করেন। পরে ওই এলাকার বিভিন্ন কৃষি মাঠ পরিদর্শন করেন তারা। কর্তনকৃত হরিধান প্রতি হেক্টরে সাড়ে চার মেট্রিকটন করে উৎপাদন হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ূন কবীর জানিয়েছেন।

 

Exit mobile version