কৃষিসংবাদ

নকলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

নিরাপদ খাদ্য দিবস

নিরাপদ খাদ্য দিবস

শেরপুর প্রতিনিধি:

নিরাপদ খাদ্য দিবস : “সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্য র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের নেতৃত্বে র‌্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও জাহিদুর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী ও আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, সহকারী তথ্য অফিসার সাইমুন শাহনাজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা জাহাঙ্গীর আলম বুলবুল, নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাফিজুল হকসহ দরিদ্রদের জন্য খাদ্য কর্মসূচির বিভিন্ন এলাকার পরিবেশক, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version