কৃষিসংবাদ

নকলায় তালবীজ ও তেঁতুল চারা রোপন ও বিনা-১১ ধানের মাঠদিবস অনুষ্ঠিত


মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) :

 

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক উদ্বুদ্ধ করণের মাধ্যমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শেরপুরের নকলায় রাস্তর ধারে এক হাজার ৫০০টি তালবীজ ও উন্নত জাতের ১০০টি তেঁতুল চারা রোপন কর্মসূচি শুরু হয়েছে। রোপন কর্মসূচির উদ্বোধন করেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীরপ্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা-নাকুগাঁও মহাসড়কের উপজেলার গড়ের গাঁও (মাউরা) মোড় হতে শিববাড়ি বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে ওইসব বীজ ও চারা রোপন করা হবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

নকলায় পৌর কর্মকর্তা-কর্মচারিদের পূর্ণদিবস কর্মবিরতি
শেরপুরের নকলায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেশনসহ যাবতীয় সুযোগ সুবিধার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি করেছে। ১৩ নভেম্বর সোমবার দিন পৌর ভবনের সামনে কর্মবিরতির ব্যানার টানিয়ে কর্মকর্তা-কর্মচারিরা তাদের কর্মবিরতির চালান। এসময় পৌরসভার সচিব মনিরুল আজাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে প্যানেল মেয়র আব্দুল আউয়াল সেলিম সরকার, টিকাদান সুপারভাইজার মোকলেছুর রহমান, কাউন্সিলর ছাইয়েদুল ইসলাম, শফিকুল হাসান রুবেল ও ফিরুজ মিয়াসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

নকলায় বিনা-১১ ধানের মাঠদিবস
শেরপুরের নকলায় বন্যা সহিষ্ণু বিনা-১১ ধানের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১৩ নভেম্বর সোমবার দুপুরে পাইষ্কা ব্লকের কুর্শাবাদাগৈড় এলাকায় ওই মাঠ দিবস হয়। শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিনা’র মহা পরিচালক ড. আমজাদ হোসেন; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এএফএম ফিরোজ মিয়া, ড. জাহাঙ্গির আলম, ড. মির্জা মোহাম্মদ মোফাজ্জল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ অতিকুর রহমান আতিকসহ স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুই শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

নকলায় আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরের নকলায় উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও দেওয়ান কহিনুর, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, অফিসারর্স ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান শামসুর রহমান আবুল, আনিসুর রহমান সুজা, শওকত হোসেন খান মুকুল, বদিউজ্জামান বদি ও গোলাম রব্বানী, অধ্যক্ষ রেজাউল আলম, মাদরাসার সুপার ওয়ালি উল্লাহ ও হযরত আলীপ্রমুখসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

Exit mobile version