কৃষিসংবাদ

নকলায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ

বৃক্ষ মেলার সমাপনী

মো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) প্রতিনিধি:
বৃক্ষ মেলার সমাপনী ঃ শেরপুরের নকলায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমপনী অনুষ্ঠান মঙ্গলবারে অনুষ্ঠিত
হয়েছে। তাছাড়া সেরা নার্সারী স্টলের মালিক ও সেরা ফল উৎপানকারী প্রথম, দ্বিতীয়,
তৃতীয় স্থান অধিকারীদের সম্মাননা স্মারক এবং অংশ গ্রহনকারী সকল নার্সারী স্টল
মালিকদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার
জাহিদুর রহমনের সভাপতিত্বে এবং অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ
রোকসানা নাসরিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা
চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি
অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ
সারোয়ার আলম তালুকদার, বিএডিসি আলু হিমাগারের উপপরিচালক (টিসি)
কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষক আলহাজ্ব কিতাব আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে জাফা নার্সারী মালিকের হাতে প্রথম, রুমা নার্সারী
মালিকের হাতে দ্বিতীয় ও রিয়া নার্সারী মালিক তৃতীয় স্থান অর্জন করায় তাদের হাতে
সম্মাননা স্মারক (ক্রেষ্ট) এবং অংশ গ্রহনকারী বারেক নার্সারী মালিক, শাহীন নার্সারী
মালিক, কাশেম নার্সারী মালিক, লিপা নার্সারী মালিক, মালিক সমিতির নার্সারী স্টল
মালিকদের হাতে শুভেচ্ছা স্মারক (ক্রেষ্ট) তুলে দেওয়া হয়। তাছাড়া ড্রাগন ফল উৎপাদনে
বাউসা গ্রামের পারুল প্রথম, বিলাতি গাব উৎপাদনে কৃষ্ণপুরের আব্দুর রশিদ দ্বিতীয়,
থাই পেয়ারা উৎপাদনে কায়দা গ্রামের মো. নাজমুল তৃতীয়, কাঁঠাল উৎপাদনে বড়
মোজার এলাকার আলহাজ্ব কিতাব আলী চতুর্থ এবং কলা উৎপাদনে পোলাদেশী গ্রামের
কৃষি বিষয়ক কবি আব্দুল হালিম পঞ্চম স্থান অধিকার করায় তাদের সকলের হাতে সম্মাননা
স্মারক (ক্রেষ্ট) তুলে দেওয়া হয়।
বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন; কৃষি সম্প্রসারণ
কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, বিআরডিবি অফিসার মোশাররফ হোসেন, বিভিন্ন
স্তরের নেতাকর্মী, উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তা,
উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন
এলাকার নার্সারী মালিক ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী এ মেলায়
দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির ফুল, ফল, কাঠ ও ঔষুধী বৃক্ষের বেশ কয়েকটি স্টল স্থাপন করা
হয়েছিল।

Exit mobile version