কৃষিসংবাদ

নাসিরনগরের ভলাকুট ব্লকে কেঁচো সার ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিশেষ প্রতিকেচো সার বিষয়ক প্রশিক্ষণবেদকঃ অদ্য ২৯/০৯/২০১৬ নাসিরনগরের ভলাকুট ইউনিয়নের ভলাকুট ব্লকে ভার্মি কম্পোষ্ট দিয়ে (কেঁচো সার) চাষ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  ভলাকুট সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে ইউ,পি মেম্বার মোঃ শামসু তালুকদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে

উক্ত উনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভার্মি কম্পোষ্ট উৎপাদক এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ বদরুল হায়দার বেপারী।
মোঃ মোশারফ তালুকদার (এফ এফ)। শ্রী রতন চক্রবর্তী শিক্ষক ভলাকুট সানরাইজ কিন্ডারগার্টেন এবং অন্যান্য কৃষক কৃষাণী বৃন্দ। আলোচনা ও প্রশিক্ষণ শেষে কৃষক/কৃষাণী বৃন্দ ভার্মি কম্পোষ্ট চাষের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং উপস্থিত সবাই করবেন বলেও তাদের মতামত ব্যাক্ত করেন।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমিনুল হক ঘোষণা করেন তিনি আগামি ১৫দিনের মধ্য সম্পুর্ন তার নিজ ব্যয়ে ১০ জন চাষীকে দিয়ে অত্র ইউনিটে এই কাজের শুরু করাবেন।

সব শেষে ইউ,পি মেম্বার মোঃ শামসু তালুকদার সমাপনী বক্তব্য এবং ধন্যবাদের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

Exit mobile version