কৃষিসংবাদ

নিউজিল্যান্ডে জঙ্গি ছাগল আতঙ্কে মানুষের ঘুম হারাম!

নিউজিল্যান্ডে জঙ্গি ছাগল ঃ
নিউজিল্যান্ডেTerrorist Goatর একটি শহরে একপাল ‘জঙ্গি ছাগল’ এর আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের চোখের ঘুম উধাও হয়েছে। তারা পুলিশের কাছে অভিযোগ করেছে রীতিমতো ‘ত্রাস সৃষ্টি’ করে চলেছে ১৬ সদস্যের এই ছাগলের পাল। কি করছে এই চারপেয়ে দুর্বৃত্তরা?
অভিযোগ উঠেছে, এরা হঠাত্ করে মানুষের বাড়িঘরে ঢুকে তছনছ করছে, ক্ষেত খামারে কিংবা ফুল বাগানে ঢুকে সব নষ্ট করছে, এমনকি কেউ বাধা দিতে গেলে তাদেরকেও শিং উচিয়ে আক্রমণ করছে! এরা দল বেধেই ঘুরছে এবং যা করছে একসাথেই করছে। পুলিশ জানিয়েছে, এরা বড় ধরনের   কোনো দুর্ঘটনা ঘটানোর আগেই এদের নিয়ন্ত্রণ করার জন্য আবেদন করেছে স্থানীয় বাসিন্দারা।
এই আবেদনের পর ছাগলগুলির মালিক কিংবা মালিকদের উদ্দেশে বিজ্ঞাপন দেয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে এদেরকে নিয়ন্ত্রণ না করলে গুলি করে মাংস খেয়ে ফেলা হবে। কারণ, কয়েকটি ‘জঙ্গি ছাগলের’ কারণে মানুষ আতঙ্কে থাকবে এটা হতে পারে না। ইত্তেফাক।।
Exit mobile version