কৃষিসংবাদ

পাখ-পাখালি হারিয়ে যাচ্ছে টাঙ্গাইলের গোপালপুরে থেকে

এ কিউ রাসেল

Bird News Photo
পাখ-পাখালি হারিয়ে যাচ্ছে খাল‘নদী চরা খাল বিল, গজারীর বন, টাঙ্গাইলের শাড়ী তার গরবের ধন’। টাঙ্গাইলের নদী চরা খাল বিল, গজারীর বনসহ সুজলা সুফলা শস্য শ্যামলা এ বাংলার অপরুপ প্রকৃতিতে একদিন যেসব পাখ-পাখালীর মধুময় কলকাকলীতে মুখর থাকতো গ্রাম-বাংলার নদী-নালা, -বিল ও পুকুর-জলাশয়। সেসব পাখির অধিকাংশ আজ আর গ্রাম-বাংলায় চোখে পড়ে না। নিকট অতিতেও এ সময় পাখিদের দেখা যেতো, গ্রাম বাংলার প্রকৃতি মাতিয়ে রাখতে। কিন্তু এখন টাঙ্গাইলের গোপালপুরের গ্রামের পর গ্রাম ঘুরেও দেখা মেলেনা, প্রকৃতি মাতানো সেইসব পাখি গুলোর।
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল হালিম মনে করেন, বংশ বিস্তারের অভাব, অবাধে পাখি শিকার, পারিবারিক ও সামাজিক বন উজারসহ নানা কারণে এসব পাখি আজ বিলুপ্তির শেষ প্রান্তে। এসব পাখি সংরক্ষণ ও বংশ বিস্তারের সুযোগ তৈরি করে দেয়ার জন্য সবার এগিয়ে আসা প্রয়োজন।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম 

Exit mobile version