কৃষিসংবাদ

পেয়ারার নতুন রোগ সনাক্ত করেছেন পবিপ্রবি এর একদল গবেষক

পেয়ারার নতুন রোগ সনাক্ত

ইফরান আল রাফি,পবিপ্রবি থেকে:

পেয়ারার নতুন রোগ সনাক্ত

বাংলাদেশে প্রথমবারের মত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ব বিভাগের প্রফেসর জেহাদ পারভেজের নেতৃত্বে একটি গবেষক দল পেয়ারার নতুন রোগ সনাক্ত করেছেন। গবেষক দলটি বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন পেয়ারা গাছে এ রোগটির প্রাদুর্ভাব লক্ষ্য করেন। পরবর্তীতে তাঁরা গাছের আক্রান্ত ফল সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়স্থ উদ্ভিদ রোগতত্ব গবেষণাগারে পরীক্ষা নীরিক্ষা করে রোগটি সনাক্ত করেন।

রোগটি হচ্ছে ফাইটোফথোরা ছত্রাক জনিত রোগ (Phytophthora fruit rot) এবং ছত্রাকটির বৈজ্ঞানিক নাম Phytophthora nicotianae বলে জানান গবেষক দলটি। এ গবেষক দলের প্রধান প্রফেসর জেহাদ পারভেজ বলেন,বর্ষা মওসুমে পরিপক্ক ফলে এ রোগটি আক্রমণ করে এবং বাতাসে আর্দ্রতা খুব বেশী থাকলে ৩/৪ দিনের মধ্যে সংক্রমিত পেয়ারার পুরো পৃষ্ঠ ছত্রাকের সাদা মাইসেলিয়াম দ্বারা আবৃত হয়ে যায় এবং সবশেষে ফল মাটিতে ঝরে পড়ে। তিনি আরো জানান,দক্ষিণ অঞ্চলে পেয়ারার ব্যাপক চাষ হয় এবং নতুন এ রোগটি যাতে পেয়ারা চাষে সমস্যা সৃষ্টি করতে না পারে এজন্য গবেষণা চলছে। এই গবেষক দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন মোঃশাহ্ আলম, প্রফেসর ড.মো:শহীদুল ইসলাম, ড.নেছার উদ্দিন আহমেদ ও মো:রুবেল মাহমুদ।

Exit mobile version