কৃষিসংবাদ

গাবতলীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি ঃ

ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

বগুড়ার গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার ৩দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা-২০১৭ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ইউএনও মোঃ মনিরুজ্জামানের সভাপতি

 

ত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান শহীদ সরকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হুমায়ন আলম চাঁন্দু। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহরাব হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ হান্নান, কৃষক গোবিন্দ চন্দ্র ও নার্সারীর মালিক ফরমান আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দীন, পৌর প্যানেল মেয়র তাজুল ইসলাম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, মামুনুর রশিদ, শাহরিয়ার হাসান, মোন্তেজার, মাসুদুর রহমানসহ আরও অনেকে। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

বগুড়ায় স্বাস্থ্যাসেবা ও স্বাস্থ্য পরিচর্চার সামগ্রী প্রদান
কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে উপজেলা পর্যায়ের পৌরসভার উপকারভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে “হেলথ ক্যাম্প” এর সমাপনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে স্বাস্থ্যা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমায়াত-উল-হাসিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, পৌর প্যানেল মেয়র মোঃ তাজুল ইসলাম, পৌর সচিব সাহিন মাহমুদ, কাউন্সিলর আঃ জলিল, আফছার আলী মিজু প্রমূখ। এরআগে গত ২৩শে জুলাই হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনীদিনে স্বাস্থ্যাসেবা প্রদান করেন ডাঃ রুমা আকতার। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আশরাফ আলী জানান, দুইদিনে মোট ২’শ ৫০জন সুবিধাভোগীদের মাঝে স্বাস্থ্যাসেবা এবং স্বাস্থ্য পরিচর্চার সামগ্রী প্রদান করা হয়েছে।

 

Exit mobile version