কৃষিসংবাদ

বশেমুরকৃবি বিজ্ঞানীদের পেঁপের নতুন জাত উদ্ভাবনঃBU papaya-1

কৃষিবিদ সাইদুল ইসলাম,পিএইচডি গবেষক ও আইটি স্পেশালিষ্ট

 

 

 

 

 

 

পেঁপের প্রধান সমস্যা এর বীজে বেশিরভাগই পুরুষ গাছ হয়। পুরুষ গাছে পেঁপে উৎপাদন হয় না, গাছে ফুল ফল না হওয়া পর্যন্ত বুঝার উপায় নেই যে এটা পুরুষ গাছ, নাকি স্ত্রী গাছ। গাছটাকে আদর যত্ন করে বড় করে দেখলেন, এটাতে ফল ধরছে না, মানে এটা পুরুষ গাছ। এটা পেঁপের বড় সমস্যা!!

এ সমস্যা সমাধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. আব্দুল খালেক স্যার এবং প্রফেসর ড. নাসরিন আক্তার আইভি ম্যাডামের উদ্ভাবিত পেঁপের এ জাতে প্রায় 100% স্ত্রী গাছ উৎপন্ন হয়।

শুধু তাই নয়, এ পেঁপের স্বাদ দেশি পেঁপের মতো, ফলনও বেশি।
সুপ্রীম সীড কোম্পানী এ জাতের পেঁপের বীজ উৎপাদন ও বাজারজাত করছে!!

বানিজ্যিকভাবে বা ব্যাক্তিগতভাবে যারা পেঁপে চাষ করতে চান, তারা এ জাতটি চাষ করতে পারেন। বীজ পাবেন, সুপ্রীম সীড কোম্পানীতে!!

ছবিতে ময়মনসিংহে ভালুকায় সুপ্রীম সীডের BU Papaya-1 জাতের পেঁপে ফিল্ড পরিদর্শন করছেন বশেমুরকৃবির অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর ড. আব্দুল খালেক, প্রফেসর ড. নাসরিন আক্তার আইভি, প্রফেসর ড. ময়নুল হক স্যার এবং সুপ্রীম সীডের বিজ্ঞানীবৃন্দ।

ফটো ক্রেডিট: প্রফেসর ড. আব্দুল বাসেত স্যার।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

Exit mobile version