কৃষিসংবাদ

বারো মাসের প্রধান প্রধান কৃষি বিষয়ক কার্যক্রম

প্রিয় পাঠক! সারা বছর কৃষিতে কি কি  কাজ করতে হবে তার একটা ছক বা ডায়েরি দেওয়া হলঃ কৃষি বিষয়ক কার্যক্রম

মাসের নাম

              কার্যক্রম

বৈশাখ বোরো কর্তন, পাট আবাদ, আউশ ফসলের আবাদ, গ্রীষ্মকালীন সবজী আবাদ
জৈষ্ঠ পাট ও আউশ ফসলের পরিচর্যা
আষাঢ় পাট কর্তন, আউশ ফসলের পরিচর্যা
শ্রাবণ পাট কর্তন, আমন বীজতলা তৈরি, আউশ কর্তন ও আমন রোপন
ভাদ্র আমন রোপন ও পরিচর্যা, আগাম শীতকালীন সবজী আবাদ
আশ্বিন আমন পরিচর্যা, শীতকালীন সবজী আবাদ
কার্তিক রবিশস্য আবাদ, আমন কর্তন
অগ্রহায়ণ রবিশস্য আবাদ ও পরিচর্যা, আমন কর্তন, বোরো বীজতলা তৈরি
পৌষ রবিশস্য আবাদ ও পরিচর্যা, আমন কর্তন, বোরো রোপন
মাঘ বোরো রোপন ও পরিচর্যা, রবিশস্য কর্তন
ফাল্গুন রবিশস্য কর্তন, বোরো পরিচর্যা
চৈত্র রবিশস্য কর্তন, বোরো পরিচর্যা

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

Exit mobile version