কৃষিসংবাদ

গোপালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

এ কিউ রাসেল,টাঙ্গাইল থেকে

বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ঃ
প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের গোপালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্যবস্থাপনায় খরিপ-১ মৌসুমে কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা দমনে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের মাঝে ৪ এপ্রিল মঙ্গলবার দুুপুরে বিনামূল্যে ফেরোমন ট্র্যাপ ও লিউর বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শফিকুর রহমান। জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. মাহবুব হোসেন প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এসব উপকরণ তুলে দেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার, পৌর মেয়র রকিবুল হক ছানা, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) রামানন্দ সরকার, সহকারি কমিশনার মুনমুন জাহান লিজা, সহকারি কমিশনার (ভূমি) আহম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল লতিফ সিটি, ভাইস চেয়াম্যান (মহিলা) মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর থানার ওসি মো. হাসান আল মামুন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুহাম্মদ আবদুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার ২০জন সবজি চাষির মাঝে ৭২০টি লিউর ও ৩৬০টি ফেরোমন বক্স বিনামূল্যে বিতরণ করা হয়।

Exit mobile version