কৃষিসংবাদ

সেতাবগঞ্জ চিনিকলের স্টোর থেকে প্রায় ১৫ লক্ষ টাকার তেল চুরি

মো: রাসেল ইসলাম, বোচাগঞ্চিনি কল থেকে তেল চুরিজ(দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুর জেলার সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল এর স্টোর থেকে প্রায় ১৫লক্ষ টাকার তেলমবিল ও গ্রীজ চুরি হওয়ার ঘটনায় স্টোর কিপার ও পোর্টার সহ ৩ জনকে সাময়িক বরখাস্ত পাশাপাশি ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে সেতাবগঞ্জ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ হামিদুল ইসলাম জানান, গত ২৪ মার্চ বৃহস্পতিবার স্টোর অফিসার ধিরেন চন্দ্র রায় এর লিখিত অভিযোগের ভিত্তিতে দায়িত্ব প্রাপ্ত স্টোর কিপার মোঃ আসাদুজ্জামান পোর্টার মানিক চন্দ্র ধর ও মধু সুদন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে ডিজিএম ফার্ম মোঃ আল ইমরানকে প্রধান করে ৪সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে মুঠোফোনে প্রধান তদন্ত কর্মকর্তা আল ইমরানের সাথে কথা হলে তিনি জানান ১৮ হাজার লিটার তেলের মধ্যে প্রায় ৬হাজার লিটার তেল মজুদ রয়েছে বাকী ১২ হাজার লিটার তেল ও কয়েক ড্রাম মবিল এবং গ্রীজের সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা আগামী ১সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিব। এব্যাপারে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুর রশিদ এর সাথে কথা হলে তিনি বলেন, তদন্ত শেষ না হলে কিছু বলা যাবেনা।

Exit mobile version