কৃষিসংবাদ

হজ্ব শেষে বাড়ি ফিরা হলোনা ডিকেআইবি জেলা সাধারন সম্পাদক শাহেদ আলীর

 ডিকেআইবি জেলা সাধারন সম্পাদক

মো. মোশারফ হোসেন, শেরপুর :

ডিকেআইবি জেলা সাধারন সম্পাদক ঃডিপ্লোমা কৃষি ইন্সটিটিউট অব বাংলাদেশ (ডিকেআইবি) সংগঠনের শেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ মো. শাহেদ আলী ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া—-রাজিউন)। মরহুমের জানাজা নামাজ আজ (শুক্রবার) বিকাল আড়াইটার সময় শেরপুর ইদ্রিসিয়া কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে শাহেদ আলীর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি হজ্ব পালন শেষে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামার পরেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শেরপুর সদর উপজেলার ৩নং লক্ষীরচর ইউনিয়নের চরযতার্থপুর গ্রামের স্থায়ী বাসিন্দা থাকলেও শেরপুর জেলা শহরে নিজ বাসায় স্বপরিবারে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাঁওভাঙ্গা ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে জেলার সব কৃষি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে কৃষি বিভাগের মাঠ পর্যায়ে এমন কর্মঠ কর্মকতার মৃত্যুতে ওই শূণ্য স্থান সত্যিই অপূরনীয় বলে জানান অনেক কৃষি কর্মকর্তা।

 

তাঁর মুত্যুতে ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ, শেরপুর খামার বাড়ীর উপপরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন, শেরপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ ড. মোহাম্মদ আহসান উল্লাহ, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আব্দুস সাত্তার, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোহাম্মদ আজিজুর রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ফকির মোহাম্মদ মোবারক আলী, শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পিকন কুমার সাহা, নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফ ইকবাল, ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর আউয়াল, শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাসান, নকলা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও নবনিযুক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান, ডিকেআইবি শেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার, ডিকেআইবি নকলা উপজেলা শাখার সভাপতি আনেয়ার হোসেন ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফ উদ্দিন, ইসমাতুন মাসুমা জাহান পলাশী, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মো. ছাইদুল হক ও সাধারন সম্পাদক হেলাল উদ্দিনসহ অন্যান্য সদস্য, বিভিন্ন কৃষি কর্মকর্তা, অসংখ্য কৃষক পরিবারের সদস্য ও বিভিন্ন মহল শেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ শাহেদ আলীর মৃত্যুতে শোক প্রকাশসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Exit mobile version