হাবিপ্রবি’তে রংপুর অঞ্চলের জীব-বিজ্ঞান উৎসব-২০১৯ অনুষ্ঠিত

জীব-বিজ্ঞান উৎসব-২০১৯

কৃষি সংবাদ ডেস্কঃ

জীব-বিজ্ঞান উৎসব-২০১৯ ঃ আজ ১৫ মার্চ ২০১৯ বাংলাদেশ জীব-বিজ্ঞান অলিম্পিয়াড ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে রংপুর অঞ্চলের জীব-বিজ্ঞান উৎসব -২০১৯ শুক্রবার সকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।


বিজ্ঞান একাডেমি রংপুর আঞ্চলের সহ-সভাপতি জিয়াউল হক সিজারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবির কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস , দিনাজপুর বিজ্ঞান একাডেমি সভাপতি ও কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, সমকাল দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজ্ঞান একাডেমি দিনাজপুরের সদস্য মো. মোস্তাফিজার রহমান।


প্রধান অতিথির বক্তেব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার বলেন বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জীব-বিজ্ঞান। এ প্রতিযোগিতার মাধ্যমে তোমরা নিজেদের আরও শাণিত করবে এবং এ বিভাগ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখবে এ প্রত্যশা করি।


উল্লেখ্য, রংপুর বিভাগের আটটি জেলার ৮৩৭ জন শিক্ষার্থী জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার- সেকেন্ডারি এই তিন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *