কৃষিসংবাদ

ডিজিটাল ডায়েরীর উদ্বোধন করেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর

আব্দুল মান্নান,হাবিপ্রবিঃ

ডিজিটাল ডায়েরীর উদ্বোধন
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রকৌশল শাখার তত্ত্বাবধানে আজ  বৃহস্পতিবার সকাল ১১ টায় নতুন প্রশাসনিক ভবনে ভিআইপি কনফারেন্স রুম এবং হাবিপ্রবি ডিজিটাল ডায়েরীর উদ্বোধন করা হয়।
রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম নতুন প্রশাসনিক ভবনের ভিআইপি কনফারেন্স কক্ষ ও ভিআইপি কনফারেন্স কক্ষে আইটি সেলের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ডায়েরী-২০১৮ এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু.আবুল কাসেম বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব ওউন্নয়নের সরকার। জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার হাবিপ্রবিসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্বকভাবে সহযোগীতা করে যাচ্ছেন। ভিশন-২০২১ বাস্তবায়নের জন্য আমাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ডিজিটাল কার্যক্রমের চর্চা করতে হবে ৷’
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন শাখার পরিচালক, শাখা প্রধানসহ প্রকৌশল শাখা ও আইটি সেলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷
Exit mobile version