কৃষিসংবাদ

ব্রি ও ইরি প্রতিনিধির সাথে সিকৃবি শিক্ষকদের মতবিনিময়

SAU pic

 মাহমুদুল হাসান, সিকৃবি থেকেঃ 

সিকৃবি শিক্ষকদের মতবিনিময়

সিকৃবি শিক্ষকদের মতবিনিময়  ঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি) এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) – র প্রতিনিধির সাথে মতবিনিময় করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষকবৃন্দ। এ সময় ব্রি ও ইরি – র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি -র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ এ কে এম সাইফুল ইসলাম , ইরি -র  উন্নয়ন কর্মকর্তা ডঃ রাশেদ হিজাযী । শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর ডঃ পীযূষ কান্তি সরকার , এগ্রিকালচারাল কন্সট্রাকশন ও ইনভারয়নমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডঃ আলতাফ হোসেন, ফার্ম পাওয়ার এন্ড মেশিনারী বিভাগের চেয়ারম্যান ডঃ মোহাম্মদ রাশেদ আল মামুন, ইরিগেশন এন্ড ওয়াটার মেনেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান ডঃ মুক্তারুন ইসলাম । শিক্ষকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. সুরুজ মিয়া, আব্দুর রশীদ সরকার , আশুতোষ সিংহ , তাহমিনা আক্তার, ফাহমিদা ইসহাক প্রমুখ।

মতবিনিময় সভায় আলোচকবৃন্দ বৃহত্তর সিলেট অঞ্চলে কৃষি যন্ত্রপাতি মাঠ পর্যায়ে সম্প্রসারণ ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করেন । এ সময় শিক্ষকেরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের সাথে গবেষণা কার্যক্রমে অংশ নেওয়ার  জন্য ব্রি ও ইরি – র কর্মকর্তাবৃন্দের প্রতি আহ্বান জানান। ব্রি ও ইরি – র  প্রতিনিধিবৃন্দ শিক্ষকদের ধন্যবাদ জানান এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা কার্যক্রমে অংশ নেওয়ার  আগ্রহ প্রকাশ করেন।

Exit mobile version