ভালো বীজ অধিক ফলনের পূর্বশর্ত-ড. মুহাম্মদ সামসুল আলম

অধিক ফলনের পূর্বশর্ত

অধিক ফলনের পূর্বশর্ত

নাহিদ বিন রফিক ( বরিশাল):

অধিক ফলনের পূর্বশর্ত : ভালো বীজ অধিক ফলনের পূর্বশর্ত।আর এ জন্য প্রয়োজন উন্নত উপায়ে বীজ উৎপাদন এবংসংরক্ষণ।তবেই চাষাবাদে লাভবান হওয়া সম্ভব। ১২ জুন ভোলার দৌলতখানে ডাল ফসলের বীজ উৎপাদন, গুদামজাত পোকা দমন ও বীজ সংরক্ষণের ওপর দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বরিশালেরআঞ্চলিককৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম এসব কথা বলেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি)সরেজমিন গবেষণা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (অ.দা.)গাজী নাজমুল হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারির বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মো. মাহবুবুর রহমান এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক।

প্রশিক্ষণে ডালবীজ উৎপাদনে আধুনিক জাত ব্যবহার, রোগপোকা দমন এবং বীজ সংরক্ষণের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এতে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *