শেকৃবি’র শিক্ষিকা আয়েশা আক্তার আঁখি এর পিএইচডি ডিগ্রি অর্জন

আয়েশা আক্তার আঁখি এর পিএইচডি ডিগ্রি অর্জন

কৃষি সংবাদ ডেস্কঃ

আয়েশা আক্তার আঁখি এর পিএইচডি ডিগ্রি অর্জন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আয়েশা আক্তার (আঁখি) এ বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার পিএইচডি থিসিসের টাইটেল ছিল “Development of Integrated Management of Tomato Fruit Borer, Helicoverpa armigera for Farmers` Practices”। অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের তত্ত্বাবধানে তিনি এই গবেষণা কাজ করেন। আয়েশা আক্তার জৈব ও ভৌত ব্যবস্থাপনায় টমেটোর ফল ছিদ্রকারী পোকা দমনের সমন্বিত উন্নত ব্যবস্থাপনা আবিস্কার করেছেন। এ ব্যবস্থায় রাসায়নিক কীটনাশক অত্যন্ত অল্প মাত্রায় ব্যবহার করা হয়।

সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ তাকে অভিনন্দন জানান । এ পর্যন্ত তার ১৪ টি গবেষণা কর্ম বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ১৯৭৪ সালের ৫ জুলাই কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার উকিলপাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা স্বনামধন্য এ্যাডভোকেট নূরুল ইসলাম আহমেদ, মাতা শামসুন্নাহার ইসলাম ও স্বামী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। তিনি এক মেয়ে হিয়া ও এক ছেলে ফারাবীর গর্বিত জননী। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *