বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৩৫ তম ক্যাডারদের সম্মাননা ও মিলনমেলা

৩৫ তম ক্যাডারদের সম্মাননা

মো. শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি

৩৫ তম ক্যাডারদের সম্মাননা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে ৩৫তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা এক সম্মাননা ও মিলনমেলার আয়োজন করেছে। ২৬মার্চ রবিবার দিনব্যাপী মহান স্বাধীনতা দিবসে তারা ওই অনুষ্ঠানের আয়োজন করে।
মিলনমেলার শুরুতে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মারন সাগরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩৫তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হাসান মো. হাফিজুর রহমান টুটুলের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. একেএম জাকির হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাশরাফুল আলম ও ফারজানা ইয়াসমিন তিন্নি। সম্মাননা প্রদান অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাইদুর রহমান।
পরে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান ৩৫তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের ক্রেস্ট দিয়ে বরন করে নেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান তাাঁর বক্তব্যে বলেন, তোমরা আমাদের গর্ব। অনেক প্রতিযোগীতার মধ্য দিয়ে তোমরা এ গৌরব অর্জন করেছো। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি পাশাপাশি অন্যান্য সকল ক্ষেত্রেও রয়েছে আমাদের সমান পদচারণা। তোমরা দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাবে। গেজেট প্রকাশের পর আড়ম্ভরভাবে তোমাদের বরণ করে নেওয়া হবেও বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রতিবছরের ধারাবাহিকতায় বাকৃবি হতে ৩৫তম বিসিএস এ দেড়শতাধিক বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *