গমের নানা রোগ ঃগমের পাতা ঝলসানো রোগ দমনের করণীয়

গমের নানা রোগ

প্রশ্ন: গমের পাতা ঝলসানো রোগ দমনের করণীয় কি?

আব্দুস সাত্তার, নশীপুর, দিনাজপুর

উত্তর: এ রোগে পাতায় বাদামী ফুসকুরী আকারে দাগ দেখা যায়। পরে এসব দাগগুলো একমেত্র মিশে যায় এবং সম্পূর্ণ পাতা পোড়া দেখায়। আক্রমণ বেশী হলে ৩০ শতাংশ পর্যন্ত ফলন কমে যেতে পারে। প্রতিকারের উপায় হলো- রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা। বীজ বপনের পূর্বে বিটাভেক্স ২০০ বি ৯৩ গ্রাম/কেজি বীজ) দ্বারা শোধন করা। আক্রমণ বেশি হলে অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করা যথা প্রোপিকোনাজল (টিল্ট ২৫০ ইসি) ১ মিঃ লিঃ প্রতি লিটার পানি।

প্রশ্ন গমের পাতার মরিচা রোগ দমনের করণীয় কি?

মোসলেম আলী, চাদ গঞ্জ বাজার, দিনাজপুর
Wheat Rust
উত্তর: এ রোগে গমের কান্ড, পাতা ও পর্ব সন্ধিতে এ রোগ দেখা যায়। রোগের আক্রমণে লোহার মরিচার মতো লালচে রঙের দাগ পড়ে। দাগগুলো পরে কালো রঙ হয়। দমনের উপায় হলো- আক্রাšক্ষেতের নাড়া পুড়িয়ে ফেলা। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা। সুষম সার ব্যবহার করা। বীজ বপনের পূর্বে বীজ শোধন করা যথা ৩ গ্রাম ভিটাটেক্স, বা গ্রাম ব্যাভিষ্টিন/ কেজি বীজ। অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা যথা টিল্ট ২৫০ ইসি ১ মিলি বা ক্যাালিক্সিন ০.৫ মিলি প্রতি লিটার পানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *